naitro { গ্রিক ἀζωτικός nitron (জীবননয়)> ল্যাটিন nitrum>প্রাচীন ফরাসি nitre> naitro-
প্রতীক
N রাসায়নিক সংকেত N2 পারমাণবিক সংখ্যা ৭ পারমাণবিক ওজন : ১৪.০০৬৭। যোজ্যতা ৩ ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p3 গলনাঙ্ক : -২১০০.০০ ডিগ্রি সেলসিয়াস। স্ফুটনাঙ্ক : -১৯৫.৭৯ ডিগ্রি সেলসিয়াস। শক্তিস্তরে ইলেকট্রন সংখ্যা : ২,৫ |
NH4Cl + NaNO2→ N2 + NaCl + 2H2O
শিল্পক্ষেত্রে
বাতাসকে তরল করে, আংশিক পাতন পদ্ধতিতে নাইট্রোজেন উৎপন্ন করা হয়।
সাধারণ চাপে ও তাপমাত্রায় নাইট্রোজনে নিষ্ক্রিয় গ্যাস হিসাবেই থাকে। কারণ এর অণু
ত্রিবন্ধনে যুক্ত থাকে। অণুজীবী দ্বারা নাইট্রোজেনের বন্ধন ভেঙে গিয়ে নানা রকমের
যৌগিক পদার্থের সৃষ্টি করে। প্রকৃতিতে নাইট্রোজোনের এই চক্র প্রতিনিয়ত চলছে।
উচ্চ তাপমাত্রায়
এ্যালুমিনিয়াম,
ক্যালসিয়াম,
এ্যালুমিনিয়াম,
টাইটেনিয়াম,
বেরিয়াম,
বেরিলিয়াম,
বোরন,
ম্যাগনেশিয়াম,
লিথিয়াম,
সিলিকন ও
স্ট্রনশিয়ামের সাথে বিক্রয়া করে নাইট্রেট উৎপন্ন
করে। বজ্রপাতের সময় বাতাসের অক্সিজেনের সাথে নাইট্রোজেন বিক্রিয়া করে নাইট্রাস
মনোক্সাইড উৎপন্ন করে। কিন্তু উচ্চাতাপ, মধ্যম চাপে অনুঘটকের সাহায্যে এ্যামোনিয়া
উৎপন্ন হয়।
জীবজগতে নাইট্রোজেন একটি গুরুত্বপূর্ণ মৌলিক উপাদান হিসাবে বিবেচিত হয়ে থাকে।
প্রোটিন,
নিউক্লেইক এ্যাসিডে, কো এনজাইমে নাইট্রোজেন থাকে।