মৌলিক পদার্থ
element

যে পদার্থকে রাসায়নিক পদ্ধতিতে বিভাজিত করে দুই বা ততোধিক ভিন্ন ধর্মবিশিষ্ট পদার্থে বিশ্লিষ্ট করা যায় না, অর্থাৎ যে পদার্থ হতে সাধারণভাবে সেই পদার্থ ব্যতীত অন্য কোন নূতন পদার্থ পাওয়া যায় না, তাকে মৌল বা মৌলিক পদার্থ বলে। আধুনিক মতে প্রত্যেক মৌলের সুনির্দিষ্ট বৈশিষ্ট্যযুক্ত পরমাণু থাকে। পরমাণুর বৈশিষ্ট্য নির্ধারিত হয়, এর তিনটি উপাদানের বিচারে। এই উপাদান তিনটি হলো— ইলেক্ট্রন, প্রোটননিউট্রনপরমাণুর কেন্দ্রীয় অংশকে সাধারণভাবে বলা হয় নিউক্লিয়াস।
 যেমন- কার্বন, হাইড্রোজেন, লৌহ ইত্যাদি। এই মৌলগুলোর ভিতরে প্রথম মৌলটি হলো- হাইড্রোজেন এবং  সর্বশেষ মৌলটির নাম ওগানেসন। এর ভিতরে ৯৮টি প্রাকৃতিক পৃথিবীতে পাওয়া যায়। এর ভিতর ৮০টি মৌলের স্থায়ী রূপ আছে।

এ পর্যন্ত আবিষ্কৃত মৌলের সংখ্যা ১১৮টি। এগুলো হলো (বর্ণানুক্রমিক তালিকা)-

মৌলিক পদার্থ ৪টি অবস্থাদশায় থাকতে পারে। এগুলো হল-গ্যাস, তরল, কঠিন ও প্লাজমা।

পরমাণুতে নির্দিষ্ট সংখ্যক প্রোটন থাকে। সুতরাং মৌলের আধুনিক সংজ্ঞা হল– যে পদার্থের প্রত্যেকটি পরমাণুতে নির্দিষ্ট সংখ্যক প্রোটন থাকে, তাই মৌলিক পদার্থ। মৌলিক পদার্থগুলোর ভিতরে হাইড্রোজেনহিলিয়াম সবচেয়ে হাল্কা। এই দুটি আদি মৌলিক পদার্থ তৈরি হয়েছিল বিগব্যাং-এর সূত্রে মহাবিশ্ব তৈরির প্রথম ২০ মিনিটের ভিতর।

একটি মৌলিক পদার্থের পরমাণুর কেন্দ্রে যে কয়টি প্রোটন থাকে, তার সংখ্যাকে বলা হয় হয় পারমণবিক সংখ্যা। দেখা যায় যে সকল মৌলিক পদার্থের পরমাণুর পারমাণবিক সংখ্যা ১ থেকে ৪০-এর ভিতরে থাকে, তারা প্রকৃতিতে সুস্থির দশায় থাকে। ৪১ থেকে ৮২ সংখ্যার ভিতরের মৌলিক পদার্থগুলো আংশিক সুস্থির। অবশ্য এক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায় টেকনেটিয়াম (৪৩) এবং প্রোমেথিয়াম (৬১) মৌলদ্বয়ের ক্ষেত্রে। এ দুটি মৌল মোটেই সুস্থির নয়। এই মৌলিক পদার্থগুলোতে সামান্য তেজস্ক্রিয়তাও রয়েছে। ৮৩ থেকে ৯৮ এর ভিতরে পারমাণবিক সংখ্যাযুক্ত মৌলিক পদার্থকে অস্থিতিশীল বলা হয়। কারণ, এর বিকীরণের মাধ্যমে ক্ষয় প্রাপ্ত হয় এবং অন্য মৌলিক পদার্থে পরিণত হয়। এর ভিতরে কিছু মৌল রয়েছে যাদের ক্ষয়কাল বেশ দীর্ঘ। আবার কিছু মৌল অতিদ্রুত ক্ষয়প্রাপ্ত হয়।

মৌলের নাম ও প্রতীক
বহু আগে থেকে মানুষ বিভিন্ ধরনের মৌলিক পদার্থ ব্যবহার করে আসছে। জৈবিক কারণে মানুষ অক্সিজেন গ্রহণ কারণে বাতাস থেকে সংগ্রহ করে। বিভিন্ন প্রয়োজনে মানুষ লোহা, তামা, দস্তা ইত্যাদি ধাতব মৌলিক পদার্থ ব্যবহার করে আসছে, অনেক কাল আগে থেকে। তাই অনেকগুলো মৌলিক পদার্থের নাম মানুষ নিজের মতো করে প্রদান করেছে। ভাষাভেদে এই সব পদার্থের নামও ভিন্ন ভিন্ন  রকমের। তবে এই সব পদার্থ যে মৌলিক পদার্থ বা কেন যৌগিক পদার্থ নয় এবং এই জ্ঞান মানুষ লাভ করেছে বিভিন্ন গবেষণার ক্ষেত্রে। এই গবেষণার সূত্রে নতুন মৌলিক পদার্থ হিসাবে যেগুলোকে শনাক্ত করা হয়েছে, তার তালিকা নিচে দেওয়া হলো।
 
পারমাণবিক সংখ্যা নাম প্রতীক ভৌত দশা রাসায়নিক দশা
হাইড্রোজেন H গ্যাস অধাতু, ক্ষারীয় ধাতু
 হিলিয়াম He গ্যাস অধাতু
লিথিয়াম Li কঠিন ক্ষারীয় ধাতু
বেরিলিয়াম Be কঠিন ক্ষারীয় মৃত্তিকা ধাতু
বোরন B কঠিন অর্ধধাতু
কার্বন C কঠিন অধাতু
নাইট্রোজেন N গ্যাস অধাতু
অক্সিজেন O গ্যাস অধাতু
ফ্লোরিন F গ্যাস অধাতু, হ্যালোজেন
১০০ নিয়ন Ne গ্যাস অধাতু
১১ সোডিয়াম Na কঠিন ক্ষারীয় ধাতু
১২ ম্যাগনেশিয়াম Mg কঠিন ক্ষারীয় মৃত্তিকা ধাতু
১৩ অ্যালুমিনিয়াম Al কঠিন ক্ষারীয় মৃত্তিকা ধাতু
১৪ সিলিকন Si কঠিন অর্ধধাতু
১৫ ফসফরাস P কঠিন অধাতু
১৬ গন্ধক S কঠিন অধাতু
১৭ ক্লোরিন Cl গ্যাস অধাতু,  হ্যালোজেন
১৮ আর্গন Ar গ্যাস অধাতু
১৯ পটাশিয়াম K কঠিন ক্ষারীয় ধাতু
২০ ক্যালসিয়াম Ca কঠিন ক্ষারীয় ধাতু
২১ স্ক্যান্ডিয়াম Sc কঠিন অবস্থান্তর ধাতু
২২ টাইটেনিয়াম Ti কঠিন অবস্থান্তর ধাতু
২৩ ভ্যানাডিয়াম V কঠিন অবস্থান্তর ধাতু
২৪ ক্রোমিয়াম Cr কঠিন অবস্থান্তর ধাতু
২৫ ম্যাঙ্গানিজ Mn কঠিন অবস্থান্তর ধাতু
২৬ লৌহ Fe কঠিন অবস্থান্তর ধাতু
২৭ কোবাল্ট Co কঠিন অবস্থান্তর ধাতু
২৮ নিকেল   Ni কঠিন অবস্থান্তর ধাতু
২৯ তামা Cu কঠিন অবস্থান্তর ধাতু
৩০ দস্তা Zn কঠিন ধাতু
৩১ গ্যালিয়াম Ga কঠিন ধাতু
৩২ জার্মেনিয়াম Ge কঠিন অর্ধধাতু
৩৩ আর্সেনিক As কঠিন অর্ধধাতু
৩৪ সেলেনিয়াম Se কঠিন অর্ধধাতু
৩৫ ব্রোমিন Br তরল অধাতু, হ্যালোজেন
৩৬ ক্রিপ্টন Kr গ্যাস অধাতু
৩৭ রুবিডিয়াম Rb কঠিন ক্ষারীয় ধাতু
৩৮ স্ট্রনশিয়াম Sr কঠিন ক্ষারীয় মৃত্তিকা ধাতু
৩৯ ইট্রিয়াম Y কঠিন অবস্থান্তর ধাতু
৪০ জিরকোনিয়াম Zr কঠিন অবস্থান্তর ধাতু
৪১ নাইওবিয়াম Nb কঠিন অবস্থান্তর ধাতু
৪২ মোলিবডেনাম Mo কঠিন অবস্থান্তর ধাতু
৪৩ টেকনেশিয়াম Tc কঠিন অবস্থান্তর ধাতু
৪৪ রুথেনিয়াম Ru কঠিন অবস্থান্তর ধাতু
৪৫ রোডিয়াম Rh কঠিন অবস্থান্তর ধাতু
৪৬ প্যালাডিয়াম Pd কঠিন অবস্থান্তর ধাতু
৪৭ রূপা Ag কঠিন অবস্থান্তর ধাতু
৪৮ ক্যাডিয়াম Cd কঠিন ধাতু
৪৯ ইন্ডিয়াম In কঠিন ধাতু
৫০

টিন

Sn

কঠিন ধাতু
৫১

অ্যান্টিমনি

Sb কঠিন অর্ধধাতু
৫২ টেলুরিয়াম Te কঠিন অর্ধধাতু
৫৩

আয়োডিন

I কঠিন অধাতু
৫৪

জেনন

Xe গ্যাস অধাতু
৫৫ সিজিয়াম

Cs

কঠিন ক্ষারীয় ধাতু
৫৬ বেরিয়াম Ba কঠিন ক্ষারীয় মৃত্তিকা ধাতু
৫৭ ল্যান্থানাম La কঠিন ল্যান্থানাইড
৫৮ সেরিয়াম Ce কঠিন ল্যান্থানাইড
৫৯ প্রেসিওডিমিয়াম Pr কঠিন ল্যান্থানাইড
৬০ নিওডিমিয়াম Nd কঠিন ল্যান্থানাইড
৬১ প্রোমেথিয়াম Pm কঠিন ল্যান্থানাইড
৬২ স্যামারিয়াম Sm কঠিন ল্যান্থানাইড
৬৩

ইউরোপিয়াম

Eu কঠিন ল্যান্থানাইড
৬৪ গ্যাডোলিনিয়াম Gd কঠিন ল্যান্থানাইড
৬৫ টারবিয়াম Tb কঠিন ল্যান্থানাইড
৬৬ ডিসপ্রোসিয়াম Dy কঠিন ল্যান্থানাইড
৬৭ হোল্‌মিয়াম Ho কঠিন ল্যান্থানাইড
৬৮ এর্বিয়াম Er কঠিন ল্যান্থানাইড
৬৯ থুলিয়াম Th কঠিন ল্যান্থানাইড
৭০ ইট্টারবিয়াম Yb কঠিন ল্যান্থানাইড
৭১ লুটেসিয়াম Lu কঠিন ল্যান্থানাইড
৭২ হ্যাফনিয়াম Hf কঠিন অবস্থান্তর ধাতু
৭৩ ট্যান্টালুম Ta কঠিন অবস্থান্তর ধাতু
৭৪ টাংস্টেন W কঠিন অবস্থান্তর ধাতু
৭৫ রেনিয়াম Re কঠিন অবস্থান্তর ধাতু
৭৬ অসমিয়াম Os কঠিন অবস্থান্তর ধাতু
৭৭ ইরিডিয়াম Ir কঠিন অবস্থান্তর ধাতু
৭৮ প্লাটিনাম Pt কঠিন অবস্থান্তর ধাতু
৭৯ স্বর্ণ Au কঠিন ধাতু
 ৮০

পারদ

Hg কঠিন অবস্থান্তর ধাতু
 ৮১

থ্যালিয়াম

Tl কঠিন অবস্থান্তর ধাতু
৮২ সীসক PB কঠিন অবস্থান্তর ধাতু
৮৩ বিসমাথ Bi কঠিন অবস্থান্তর ধাতু
৮৪ পোলোনিয়াম Po কঠিন অবস্থান্তর ধাতু
৮৫ অ্যাস্টেটিন At কঠিন হ্যালোজেন
৮৬ রেডন Rn গ্যাস অধাতু
৮৭ ফ্রান্সিয়াম Fr কঠিন ক্ষারীয় ধাতু
৮৮ রেডিয়াম Ra কঠিন ক্ষারীয় মৃত্তিকা ধাতু
৮৯

অ্যাক্টিনিয়াম

Ac কঠিন অ্যাক্টিনাইড
৯০ থোরিয়াম Th কঠিন অ্যাক্টিনাইড
৯১ প্রোট্যাক্টিনিয়াম Pa কঠিন অ্যাক্টিনাইড
৯২ ইউরেনিয়াম U কঠিন অ্যাক্টিনাইড
৯৩ নেপচুনিয়াম Np কঠিন অ্যাক্টিনাইড
৯৪ প্লুটোনিয়াম Pu কঠিন অ্যাক্টিনাইড
৯৫ আমেরিশিয়াম Am কঠিন অ্যাক্টিনাইড
৯৬ কুরিয়াম Cm কঠিন অ্যাক্টিনাইড
৯৭ বার্কিলিয়াম Bk কঠিন অ্যাক্টিনাইড
৯৮ ক্যালিফোর্নিয়াম Cf কঠিন অ্যাক্টিনাইড
৯৯ আইনস্টেইনিয়াম Es কঠিন অ্যাক্টিনাইড
১০০ ফার্মিয়াম Fm কঠিন অ্যাক্টিনাইড
১০১ মেন্ডেলেভিয়াম Md কঠিন অ্যাক্টিনাইড
১০২ নোবেলিয়াম No কঠিন অ্যাক্টিনাইড
১০৩ লরেনসিয়াম Lr কঠিন অ্যাক্টিনাইড
১০৪ রাদারফোর্ডিয়াম Rf কঠিন অবস্থান্তর ধাতু
১০৫ ডুবনিয়াম Db কঠিন অবস্থান্তর ধাতু
১০৬ সিবোর্গিয়াম Sg কঠিন অবস্থান্তর ধাতু
১০৭ বোহরিয়াম Bh কঠিন অবস্থান্তর ধাতু
১০৮ হ্যাসিয়াম Hs কঠিন অবস্থান্তর ধাতু
১০৯ মাইটনেরিয়াম Mt কঠিন অবস্থান্তর ধাতু
১১০ ডার্মস্টাটিয়াম Ds কঠিন অবস্থান্তর ধাতু
১১১ রন্টজেনিয়াম Rg কঠিন অবস্থান্তর ধাতু
১১২ কোপার্নিসিয়াম Cn কঠিন অবস্থান্তর ধাতু
১১৩ ইউনুনট্রিয়াম Uut কঠিন অবস্থান্তর ধাতু
১১৪ ফ্লেরোভিয়াম Fl কঠিন অবস্থান্তর ধাতু
১১৫ মস্কোভিয়াম Fl কঠিন অবস্থান্তর ধাতু
১১৬ লিভারমোরিয়াম Lv কঠিন অবস্থান্তর ধাতু
১১৭ টেনেসাইন Ts কঠিন হ্যালোজেন
১১৮ ওগানেসন Og কঠিন অধাতু


মৌলের আইসোটোপ
মৌলিক পদার্থের পরমাণুর কেন্দ্রীয় অংশে অত্যাবশ্যকীয়ভাবে প্রোটোন থাকবেই। এছাড়া আরও একটি উপাদান থাকে। একে বলা হয় নিউট্রোন। হাইড্রোজেন ছাড়া সকল মৌলিক পদার্থের পরমাণুর কেন্দ্রে নিউট্রোন থাকে। একই সংখ্যক প্রোটোনযুক্ত পদার্থ একটি মৌলিক পদার্থকে গঠন করে। কিন্তু এক্ষেত্রে নিউট্রোনের সংখ্যার হেরফের হতে পারে। এর ফলে একই মৌল ভিন্ন ভিন্ন পারমাণবিক গুণ লাভ করে। যেমন কার্বন-এর আইসোটোপ রয়েছে তিনটি।  এদের নিউট্রোন সংখ্যা যথাক্রমে ১২, ১৩, ১৪। এই বিচারে কার্বন-এর আইসোটোপগুলোকে বলা হয়- 12C, 13C, 14C

মৌলের বহুরূপকতা

মৌলিক পদার্থের পরমাণুগুলো বিভিন্নভাবে পরস্পরের সাথে যুক্ত হয়ে বিভিন্ন রূপ লাভ করতে পারে। এক্ষেত্রে এই সকল ভিন্নরূপযুক্ত মৌলিক পদার্থ বিভিন্ন ভৌতধর্মের অধিকারী হয়। মৌলের এই বিশেষগুণকে বলা হয়, মৌলের বহুরপকতা। যেমন- কার্বন-এর অতি পরিচিত দুটি বহুরূপক দশা হল হলো- হীরক, গ্রাফাইট এবং অদানাদার পদার্থ হিসাবে কয়লা এবং কার্বনগুড়ো।

মৌলিক পদার্থের পর্যায় সারণি
গ্রুপ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮
পর্যায়  

H
 
He

Li

Be
 
B

C

N

O

F
১০
Ne
১১
Na
১২
Mg
  ১৩
Al
১৪
Si
১৫
P
১৬
S
১৭
Cl
১৮
Ar
১৯
K
২০
Ca
২১
Sc
২২
Ti
২৩
V
২৪
Cr
২৫
Mn
২৬
Fe
২৭
Co
২৮
Ni
২৯
Cu
৩০
Zn
৩১
Ga
৩২
Ge
৩৩
As
৩৪
Se
৩৫
Br
৩৬
Kr
৩৭
Rb
৩৮
Sr
৩৯
Y
৪০
Zr
৪১
Nb
৪২
Mo
৪৩
Tc
৪৪
Ru
৪৫
Rh
৪৬
Pd
৪৭
Ag
৪৮
Cd
৪৯
In
৫০
Sn
৫১
Sb
৫২
Te
৫৩
I
৫৪
Xe
৫৫
Cs
৫৬
Ba
*
৭২
Hf
৭৩
Ta
৭৪
W
৭৫
Re
৭৬
Os
৭৭
Ir
৭৮
Pt
৭৯
Au
৮০
Hg
৮১
Tl
৮২
Pb
৮৩
Bi
৮৪
Po
৮৫
At
৮৬
Rn
৮৬
Fr
৮৮
Ra
** ১০৪
Rf
১০৫
Db
১০৬
Sg
১০৬
Bh
১০৮
Hs
১০৯
Mt
১১০
Ds
১১১
Rg
১১২
Cn
১১৩
Uut
১১৪
Fl
১১৫
Mc
১১৬
Lv
১১৭
Ts
১১৮
Og
 

*বিরল মৃত্তিকা ধাতু (ল্যান্থানাইড)

৫৬
La
৫৮
Ce
৫৯
Pr
৬০
Nd
৬১
Pm
৬২
Sm
৬৩
Eu
৬৪
Gd
৬৫
Tb
৬৬
Dy
৬৬
Ho
৬৮
Er
৬৯৬৯
Tm

Yb

Lu
 
** অ্যাক্টিনাইড ৮৯
Ac
৯০
Th
৯১
Pa
৯২
U
৯৩
Np
৯৪
Pu
৯৫
Am
৯৬
Cm
৯৭
Bk
৯৮
Cf
৯৯
Es
১০০
Fm
১০১
Md
১০২
No
১০৩
Lr