নিয়ন
বানান বিশ্লেষণ: ন্+ই+য়্+ন্+অ
উচ্চারণ:
ni.ɔn (নি.অন)
শব্দ-উৎস: ল্যাটিন
nona> প্রাচীন ইংরেজি nōn>nion> বাংলা নিয়ন
পদ: বিশেষ্য
প্রতীক Ne
রাসায়নিক সংকেত
Ne2
পারমাণবিক সংখ্যা ১০
পারমাণবিক ভর ২০.১৮৩
গলনাঙ্ক : -২৪৮.৬  ডিগ্রি সেলসিয়াস
স্ফুটনাঙ্ক : -২৪৬  ডিগ্রি সেলসিয়াস
ইলেক্ট্রোন বিন্যাস 2s2 2p6

অর্থ: এক প্রকার বায়বীয়, অধাতব, মৌলিক পদার্থ। একটি বর্ণবিহীন, গন্ধবিহীন নিষ্ক্রিয় মৌলিক পদার্থ। স্বাভাবিক তাপমাত্রায় গ্যাসীয় দশায় থাকে। তরল বায়ু পাতনের সাহায্যে রামোজ এই মৌলটি আবিষ্কার করেছিলেন। কথিত আছে রামোজের ১২ বছরের ছেলে এই গ্যাসটির নাম দিয়েছিলেন নিয়ন।

পদার্থ বিজ্ঞানে নিউক্লীয় কণার গতিপথ নির্ণয়ের জন্য স্ফুলিঙ্গ প্রকোষ্ঠ নিয়ন গ্যাস দ্বারা পূর্ণ করা হয়। তরল নিয়ন হিমায়ক হিসেবে ব্যবহার করা হয়। এছাড়া ইলেক্ট্রন টিউব, গাইগার-মুলার কাউন্টার, স্ফুলিঙ্গ রোধক যন্ত্রে নিয়ন ব্যবহার করা হয়। এই গ্যসের ভিতর বিদ্যুৎ প্রবাহ চালালে, কমলা-লাল বর্ণের আলো পাওয়া যায়।