বায়বীয় পদার্থ
ঊর্ধ্বক্রমবাচকতা  {| বস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
ইংরেজি : gas
সমার্থক শব্দাবলি : বায়বীয় পদার্থ, গ্যাসীয় পদার্থ, গ্যাস

যে পদার্থের নির্দিষ্ট ভর আছে, কিন্তু নির্দিষ্ট কোন আকার ও আয়তন নেই, তাকে বায়বীয় পদার্থ বলে। যেমন অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, বাতাস ইত্যাদি।

উচ্চ তাপীয় দশায় কঠিন ও তরল পদার্থ বায়বীয় পদার্থে পরিণত হয়। বায়বীয় পদার্থের আন্তঃ আণবিক আকর্ষণ কঠিন ও তরল অপেক্ষা খুব কম। ফলে বায়বীয় পদার্থের কণাগুলো কোনো নির্দিষ্ট সীমার আবদ্ধ থাকে না। মুক্ত পরিবেশে বায়বীয় পদার্থের কণাগুলো বন্ধনহীনভাবে চারিদিকে ছড়িয়ে পড়ে। ফলে অণুগুলোর ভিতরের ফাঁকা জায়গা অসীমত্ব লাভ করে।