রাসায়নিক মৌল
যে বস্তুকে ক্ষুদ্রতম অংশে বিভাজিত করার পরও ওই ছাড়া অন্যবস্তু পাওয়া যায় না।
ঊর্ধ্বক্রমবাচকতা {রসায়নিক মৌল | বস্তু | দৈহিক সত্তা| সত্তা | }
ইংরেজি:
chemical element, element
সমার্থক শব্দাবলি: মৌলিক পদার্থ, রাসায়নিক মৌল। ব্যাখ্যা: যে বস্তুকে ক্ষুদ্রতম অংশে অর্থাৎ আণবিক স্তর পর্যন্ত ভাঙার পরও ওই বস্তুই পাওয়া যায়। যেমন পানি।
(H2O) -কে ক্ষুদ্রতম অংশে ভাঙলে আণবিক স্তরে পাওয়া যায় হাইড্রোজেন ও অক্সিজেন। এক্ষেত্রে অক্সিজেন ও হাইড্রোজেন মৌলিক পদার্থ, আর পানি যৌগিক পদার্থ। এখন পর্যন্ত ১১৮টি মৌলিক পদার্থের সন্ধান পাওয়া গেছে। মৌলিক পদার্থসমূহের ভৌত ও রাসায়নিক বৈশিষ্ট্য অনুসারে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। যেমন