ধাতু
যে সকল মৌলিক পদার্থ কঠিন, সাধারণত উজ্জ্বল, তাপ ও বিদ্যুৎ পরবাহী এবং এদেরকে পাতলা পাতে পরিণত করা যায়।
ঊর্ধ্বক্রমবাচকতা { ধাতু । রাসায়নিক মৌল | বস্তু | দৈহিক সত্তা| সত্তা | }
ইংরেজি:
metallic element, metal
ব্যাখ্যা: যে সকল মৌলিক পদার্থ কঠিন, সাধারণত উজ্জ্বল, তাপ ও বিদ্যুৎ পরবাহী এবং এদেরকে পাতলা পাতে পরিণত করা যায়।