১. ঊর্ধ্বক্রমবাচকতা {প্রবহ | বস্তু | দৈহিক সত্তা| সত্তা | }gas
প্রবহ পদার্থের গ্যাসীয় দশা। একটি আদর্শ তাপামাত্রা এবং চাপে এর ভর সুনির্দিষ্ট থাকে, কিন্তু পাত্রের আকার পরিবর্তনে এর আকার এবং আয়তনের পরিবর্তন ঘটে।
বস্তু মাত্রেই জায়গা দখল করে। বস্তু কঠিন, তরল ও বাষ্পীয় দশায় থাকতে পারে। এর ভিতরে তরল ও গ্যাসীয় পদার্থের ভিতর একধরনের আন্তঃটান থাকে। ফলে কোনো পাত্রে রক্ষিত তরল বা বায়বীয় পদার্থ থেকে একটু বের করার চেষ্টা করলে, দেখা যায়, পাত্রে রক্ষিত সকল বস্তুর ভিতরে এই টান সক্রিয় হয়ে উঠে। বস্তুর এই বিশেষ গুণের কারণে তরল ও গ্যাসীয় পদার্থকে প্রবহ বলা হয়। আর গ্যাস হলো প্রবহ পদার্থের একটি শ্রেণি।
দেখুন: গ্যাস [বিশ্বকোষ]ইংরেজি:
২.ঊর্ধ্বক্রমবাচকতা { রাসায়নিক প্রপঞ্চ | প্রাকৃতিক প্রপঞ্চ | প্রপঞ্চ | দৈহিক প্রক্রিয়া| দৈহিক সত্তা | সত্তা | }
৩. কলকারখানায়,
গড়িতে, রান্নায় জ্বালানী হিসেবে যে গ্যাসীয় উপকরণ ব্যবহার করা হয়, তা হলো নানা
ধরনের গ্যাসীয় এবং দাহ্য হাইড্রোকার্বনের সংমিশ্রণ। এতে মূলত হেক্সান, হেপ্টান,
অক্টান ইত্যাদি হাইড্রোকার্বন থাকে। ব্যবহারিক ক্ষেত্রে সাধারণভাবে এদেরকে
গ্যাস বলা হয়। ইংরেজিতে অনেক সময় একে পেট্রোল বলা হয়। বাংলাতে পেট্রোল বলতে
হাইড্রোকারবণের একটি তরল উপকরণ হিসেবে বিবেচনা করা হয়।
ইংরেজি: gasoline, gasolene,
gas, petrol
ব্যবহারিক এবং তাত্ত্বিক বিশ্লেষণ অনুসারে, এই গ্যাসকে দুটি পর্যায়ে চিহ্নিত
করা হয়। যেমন-
৩.১. জ্বালিনী
(শক্তি উৎপাদক উপকরণ)
fuel
যে কোনো ধরনের হাইড্রোকার্বনঘটিত উপকরণ, যা শক্তি উৎপাদনের
জন্য জ্বালানী হিসেবে ব্যবহৃত হয়।
ঊর্ধ্বক্রমবাচকতা
{গ্যাস ।
জ্বালানি ।
বস্তু |
দৈহিক সত্তা|
সত্তা | }
ইংরেজি:
৩.২.
হাইড্রোকার্বন (রাসায়নিক বিশ্লেষণ)
ঊর্ধ্বক্রমবাচকতা
{গ্যাস |
হাইড্রোকার্বন |
জৈব-যৌগ |
রাসায়নিক যৌগ |
বস্তু |
দৈহিক সত্তা |
সত্তা |
ইংরেজি:
hydrocarbon
৪.
ঊর্ধ্বক্রমবাচকতা
{। জীবাশ্ম জ্বালানি ।
জ্বালানি ।
বস্তু |
দৈহিক সত্তা|
সত্তা | }
জীবাশ্ম থেকে উৎপন্ন গ্যাস, যা
ভূগর্ভে সঞ্চিত হয়। এই গ্যাস অনেক সময় ভূত্বক ভেদ করে নির্গত হয়। ভূগর্ভে
প্রচুর পরিমাণ সঞ্চিত আছে এমন গ্যাসকে মানুষ উত্তোলন করে। এই জাতীয় গ্যাস
প্রাকৃতিক গ্যাস নামেই অভিহিত হয়ে থাকে। তবে সাধারণভাবে একে সংক্ষেপে গ্যাস বলা
হয়। যেমন গ্যাসক্ষেত্র, গ্যাসকূপ ইত্যাদি। এই গ্যাস সাধারণত জ্বালানি হিসেবেই
ব্যবহৃত হয়। কিন্তু এই জ্বালানি উৎপন্ন হয় জীবাশ্ম থেকে। তাই সত্তাতত্ত্বে একে
জীবাশ্ম জ্বালনির অন্তর্গত একটি ধাপ হিসেবে বিবেচনা করা হয়।
ইংরেজি: