রাসায়নিক প্রপঞ্চ
প্রাকৃতিক প্রপঞ্চের অংশ। এই প্রপঞ্চে বস্তুর রাসায়নিক প্রক্রিয়া সংঘটিত হয়। বিশেষ করে অণু পরমাণু স্তরে এই প্রপঞ্চ ঘটে।
ঊর্ধ্বক্রমবাচকতা { রাসায়নিক প্রপঞ্চ | প্রাকৃতিক প্রপঞ্চ | প্রপঞ্চ | দৈহিক প্রক্রিয়া| দৈহিক সত্তা | সত্তা | }
ইংরেজি:
chemical phenomenon

ব্যাখ্যা:
বস্তু জগতের দশা পরিবর্তনের ধারা হলো প্রপঞ্চ। আর প্রাকৃতিকভাবে বস্তুজগতের পরিবর্তন হলো- প্রাকৃতিক প্রপঞ্চ। এর ভিতরে বস্তুর রাসায়নিক গঠনের সূত্রে যে বস্তুর দশা পরিবর্তন ঘটে, তাকেই বলা হবে রাসায়নিক প্রপঞ্চ। রাসায়নিক স্তরে বস্তুর অণুসমূহের ঘনত্বের হেরফেরে বস্তু কঠিন, তরল বা বায়বীয় দশায় থাকতে পারে। সত্তাতত্ত্বে একে বলা হয় বস্তু-দশা