দৈহিক প্রক্রিয়া
অস্তিত্ব-বহমান প্রপঞ্চ বা ধারবাহিক ক্রমদশায় ক্রম-পরিবর্তনের দ্বারা চিহ্নিত একটি প্রক্রিয়া।
ঊর্ধ্বক্রমবাচকতা {দৈহিক প্রক্রিয়া| দৈহিক সত্তা | সত্তা | }
ইংরেজি :
process, physical process
ব্যাখ্যা: বস্তুজগতে যে সকল বস্তু আমরা দেখে থাকি, তা একটি পরিবর্তনশীল প্রক্রিয়ার ভিতর দিয়ে চলতে থাকে। কখনো কখনো এই পরিবর্তন এত ধীরে হয় যে, আমরা তা বুঝতে পারি না। যেমন একটি বাড়ি ধীরে ধীরে পুরানো হয়ে যায়। বস্তুজগতের এই পরিবর্তনশীল প্রক্রিয়াকেই দৈহিক প্রক্রিয়া হিসেবে বিবেচনা করা হয়েছে। এই প্রক্রিয়া আমরা যে অভিজ্ঞতা লাভ করি, তাকে প্রপঞ্চ বলা হয়।