প্রপঞ্চ
অনুভূতি বা বিচারবুদ্ধি বহির্ভুত কোন জ্ঞাত বিষয়ের প্রক্রিয়াধীন দশা।
ঊর্ধ্বক্রমবাচকতা
{প্রপঞ্চ |
দৈহিক প্রক্রিয়া|
দৈহিক সত্তা |
সত্তা |
}
ইংরেজি: phenomenon
ব্যাখ্যা:
বস্তু মাত্রেই পরিবর্তনশীল। বস্তুর দৈহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এই পরিবর্তন ঘটে। এই পরিবর্তনের ধারাটি এতটাই সাবলীলভাবে ঘটে চলে যে, তা সাধারণ অনুভূতি বা বিচারবুদ্ধি দিয়ে এই পরিবর্তনের ধারা অনুসরণ করা যায়, কিন্তু ঘটে যাওয়া ঘটনার ভিতর দশার পরিবর্তন ঘটে, তা ক্ষুদ্র সময়ে বুঝা যায় না। বস্তু জগতের দশা এই পরিবর্তনের ধারা হলো প্রপঞ্চ।
(natural phenomenon)
যা কৃত্রিম নয় এমন প্রপঞ্চ