প্রাকৃতিক প্রপঞ্চ
কৃত্রিম নয় এমন সকল প্রপঞ্চ।
ঊর্ধ্বক্রমবাচকতা {প্রাকৃতিক প্রপঞ্চ | প্রপঞ্চ | দৈহিক প্রক্রিয়া| দৈহিক সত্তা | সত্তা | }
ইংরেজি:
natural phenomenon
ব্যাখ্যা: বস্তু জগতের দশা এই পরিবর্তনের ধারা হলো প্রপঞ্চ। যে সকল প্রপঞ্চ প্রাকৃতি নিয়মে হয়, অর্থাৎ কৃত্রিমভাবে তৈরি করা হয় না, সে সকল প্রাকৃতিক নামে অভিহিত করা হয়। প্রকৃতিক প্রপঞ্চ নানা ভাবে হতে পারে। যেমন-