বল 
যার প্রভাবে ত্বরণের সৃষ্টি হয় বা গুণগত মানের পরিবর্তন ঘটে।
ঊর্ধ্বক্রমবাচকতা  {
বল | প্রাকৃতিক প্রপঞ্চ  |প্রপঞ্চ |  দৈহিক প্রক্রিয়া | দৈহিক সত্তা | সত্তা |}
ইংরেজি:
force

ব্যাখ্যা: কোন বস্তুর উপর শক্তি বা বল  প্রয়োগ করলে, বস্তু তার স্থিতি দশায় থাকার চেষ্টা করে। স্থিতি থাকার ক্ষমতার চেয়ে বলের ক্ষমতা বেশি হলে, বল প্রয়োগ বিন্দুর অভিমুখে বস্তুর ভিতরে ত্বরণের সৃষ্টি হয়। কখনো বল প্রয়োগে বস্তুর বাহ্যিক অবয়বের পরিবর্তন ঘটে।