আকর্ষণ বল
যে বলের দ্বারা একটি
সত্তা অপর সত্তাকে আকর্ষণ করে।
ঊর্ধ্বক্রমবাচকতা
{
আকর্ষণ
বল
|
বল
| প্রাকৃতিক প্রপঞ্চ
|প্রপঞ্চ
|
দৈহিক প্রক্রিয়া
|
দৈহিক সত্তা |
সত্তা
|}
ইংরেজি:
attraction,
attractive force।
ব্যাখ্যা:
যে বলের দ্বারা একটি সত্তা অপর সত্তাকে
আকর্ষণ করে। এই আকর্ষণ
বল যান্ত্রিক হতে পারে বা চৌম্বকধর্মী হতে পারে। এর প্রকরণগুলো হলো
- মহাকর্ষীয় বল
(gravity,
gravitation, gravitational attraction, gravitational force):
মহাবিশ্বের
প্রতিটি বস্তু যে বলের দ্বারা পরস্পরকে আকর্ষণ করে, তাকে মহাকর্ষীয় বল বা
মহাকর্ষ বলা হয়।