মহাকর্ষীয় বল
যে বলের দ্বারা একটি বস্তু অপর বস্তুকে আকর্ষণ করে।
ঊর্ধ্বক্রমবাচকতা  {
মহাকর্ষীয় বল | আকর্ষণ বল | বল | প্রাকৃতিক প্রপঞ্চ  |প্রপঞ্চ |  দৈহিক প্রক্রিয়া | দৈহিক সত্তা | সত্তা |}
ইংরেজি:
attraction, attractive force

ব্যাখ্যা: যে বলের দ্বারা একটি বস্তু অপর বস্তুকে আকর্ষণ করে। এই বল সাধারণত বস্তুজগতে ভরের দ্বারা সম্পন্ন হয়।