ভৌত প্রপঞ্চ
এমন এক ধরণের প্রাকৃতিক প্রপঞ্চ, যা বস্তুর দৈহিক সত্তার বা শক্তির ক্রমপতিবর্তনের ধারায় প্রকাশিত হয়।
ঊর্ধ্বক্রমবাচকতা
{ভৌত প্রপঞ্চ |
প্রাকৃতিক প্রপঞ্চ |
প্রপঞ্চ |
দৈহিক প্রক্রিয়া|
দৈহিক সত্তা |
সত্তা |
}
ইংরেজি:
physical phenomenon
।
ব্যাখ্যা: বস্তু জগতের দশা
এই পরিবর্তনের ধারা হলো প্রপঞ্চ। যে সকল প্রপঞ্চ প্রাকৃতি নিয়মে হয়, অর্থাৎ
কৃত্রিমভাবে তৈরি করা হয় না, সে সকল প্রাকৃতিক প্রপঞ্চ নামে অভিহিত করা হয়। এর ভাগ
গুলো হলো‒
optical phenomenon
): আলোর সাথে
সম্পর্কিত বা সম্পৃক্ত একটি ভৌত প্রপঞ্চ ।
চাপ
(pressure, pressure level, force per unit area
): কোনো একক
ক্ষেত্রের উপর শক্তির প্রয়োগ দশা।
বায়ুমণ্ডলীয় প্রপঞ্চ
(atmospheric phenomenon):
বায়ুমণ্ডলের সাথে সম্পর্কিত দৈহিক প্রপঞ্চ।
বিদ্যুৎ
electricity
):
এমন একটি প্রাকৃতিক প্রপঞ্চ, যার সাথে বিদ্যুৎ আধানের উপস্থিতি এবং এর প্রবাহের সম্পর্ক রয়েছে।
বিদ্যুৎশক্তি
(electricity, electrical energy
): একটি সুপরিবাহী মাধ্যমের ভিতর দিয়ে
বৈদ্যুতিক আধানের প্রবাহের দ্বারা শক্তির সুপ্রাপ্যকরণ।
বৈদ্যুতিক প্রপঞ্চ
(electrical phenomenon
) বিদ্যুতের সাথে সম্পৃক্ত প্রাকৃতিক প্রপঞ্চ ।
মৌলিক মিথস্ক্রিয়া
(interaction, fundamental interaction
):
মৌলিক কণাসমূহে ভিতরে, বা মৌলিক কণা ও বৃহৎ কণার ভিতরে বা বৃহৎ কণাসমূহের শক্তি-সঞ্চালনের ক্রিয়া।
যান্ত্রিক প্রপঞ্চ
mechanical phenomenon)
ভৌত প্রপঞ্চের একটি বিশেষ দশা। কোনো
সত্তার সচলন বা কম্পনের মধ্য দিয়ে যা উৎপন্ন হয় এবং এক ধরনের প্রবহমানতা সৃষ্টি
করে।
শক্তি
(energy
কাজ করার সামর্থ্য হলো শক্তি। যার সৃষ্টি বা ধ্বংস নেই, কিন্তু রূপান্তর আছে।