বায়ুমণ্ডলীয় প্রপঞ্চ
বায়ুমণ্ডলের সাথে সম্পর্কিত দৈহিক প্রপঞ্চ।
ঊর্ধ্বক্রমবাচকতা
{ ভৌত প্রপঞ্চ |
প্রাকৃতিক
প্রপঞ্চ
| প্রপঞ্চ
|
দৈহিক প্রক্রিয়া
|
দৈহিক সত্তা |
সত্তা
|}
ইংরেজি:
atmospheric phenomenon।
ব্যাখ্যা: প্রাকৃতিক পরিবেশের ভিতর বায়ুমণ্ডল একটি বিশেষ উপাদান। এই উপাদানে আবার নানা ধরনের পরিবর্তন ঘটে চলে। এই বায়ুমণ্ডলের সাথে সম্পর্কিত যে কোন প্রপঞ্চই হবে বায়মণ্ডলীয় প্রপঞ্চ। এই জাতীয় প্রপঞ্চ হতে পারে-