মৌলিক মিথস্ক্রিয়া
মৌলিক কণাসমূহে ভিতরে, বা মৌলিক কণা ও বৃহৎ কণার ভিতরে বা বৃহৎ কণাসমূহের শক্তি-সঞ্চালনের ক্রিয়া।
ঊর্ধ্বক্রমবাচকতা  {
ভৌত প্রপঞ্চ |
প্রাকৃতিক প্রপঞ্চ | প্রপঞ্চ |  দৈহিক প্রক্রিয়া | দৈহিক সত্তা | সত্তা |}
ইংরেজি:
(interaction, fundamental interaction)

ব্যাখ্যা: বস্তুর কণাসমুহৈর ভিতরে শক্তি আদান-প্রদানের ক্রিয়ায় মিথস্ক্রিয়া বলা হয়। প্রকৃতি যথার্থ চারটি স্বতন্ত্র মিথস্ক্রিয়া পাওয়া যায়। এই কারণে এই চারটি মিথস্ক্রিয়াকে মৌলিক মিথস্ক্রিয়া বলা হয়। এগুলো হলো