আলোকীয় প্রপঞ্চ
আলোর সাথে সম্পর্কিত বা সম্পৃক্ত একটি ভৌত প্রপঞ্চ ।
ঊর্ধ্বক্রমবাচকতা { আলোকীয় প্রপঞ্চ | ভৌত প্রপঞ্চ | প্রাকৃতিক প্রপঞ্চ | প্রপঞ্চ | দৈহিক প্রক্রিয়া | দৈহিক সত্তা | সত্তা| }
ইংরেজি:
optical phenomenon

ব্যাখ্যা: জগতের দৃশ্যমান কোনো কিছু যখন সময়ের সাথে পরিবর্তন ঘটতে থাকে, তখন প্রপঞ্চের অধীনে চলে যায়। এই বিচারে প্রকৃতির সকল কিছুই প্রপঞ্চ। এমন কি অঙ্কিত স্থির চিত্রকর্মও। কোনো একটি সময়ের ভিতরে একটি স্থির চিত্র স্থায়ী মনে হয়। কিন্তু প্রতিনিয়ত এর অবক্ষয় ঘটতে থাকে।