বিদ্যুৎ
এমন একটি প্রাকৃতিক প্রপঞ্চ, যার সাথে বিদ্যুৎ আধানের উপস্থিতি এবং এর প্রবাহের সম্পর্ক রয়েছে।
ঊর্ধ্বক্রমবাচকতা { বিদ্যুৎ| ভৌত প্রপঞ্চ| প্রাকৃতিক প্রপঞ্চ| প্রপঞ্চ| দৈহিক প্রক্রিয়া | দৈহিক সত্তা| সত্তা |}
ইংরেজি:
electricity

ব্যাখ্যা: কোনো বস্তুতে স্থিতিশীল আধানের উপস্থিতি বা গতিশীল আধানের প্রবাহের কারণে সৃষ্ট ক্রিয়া। এই বিচারে বিদ্যুৎকে দুটি ভাগে ভাগ করা হয়।