বিদ্যুৎশক্তি
এমন এক
ধরণের প্রাকৃতিক প্রপঞ্চ, যা বস্তুর দৈহিক সত্তার বা শক্তির ক্রমপতিবর্তনের ধারায়
প্রকাশিত হয়।
ঊর্ধ্বক্রমবাচকতা
{ বিদ্যুৎশক্তি |ভৌত প্রপঞ্চ |
প্রাকৃতিক
প্রপঞ্চ
| প্রপঞ্চ
|
দৈহিক প্রক্রিয়া
|
দৈহিক সত্তা |
সত্তা
|}
ইংরেজি:
electricity,
electrical energy।
ব্যাখ্যা: বিদ্যুতের আধানের প্রাবল্য বা প্রবাহের প্রাবল্যের কারণে যে শক্তির প্রকাশ পায়, তাই বিদ্যুৎ শক্তি।