বস্তুদশা
কঠিন, তরল বা বায়বীয় অবস্থার যে এ কোনো একটি দশা।
ঊর্ধ্বক্রমবাচকতা  {
 |  রাসায়নিক প্রপঞ্চ | প্রাকৃতিক প্রপঞ্চ | প্রপঞ্চ |  দৈহিক প্রক্রিয়া | দৈহিক সত্তা | সত্তা |}
ইংরেজি:
state of matter, state

ব্যাখ্যা: বস্তু জগতের দশা পরিবর্তনের ধারা হলো প্রপঞ্চ। আর প্রাকৃতিকভাবে বস্তুজগতের পরিবর্তন হলো- প্রাকৃতিক প্রপঞ্চ। এর ভিতরে বস্তুর রাসায়নিক গঠনের সূত্রে যে বস্তুর দশা পরিবর্তন ঘটে, তাকেই বলা হবে রাসায়নিক প্রপঞ্চ। রাসায়নিক স্তরে বস্তুর অণুসমূহের ঘনত্বের হেরফেরে বস্তু কঠিন, তরল বা বায়বীয় দশায় থাকতে পারে। এই বিচারে একে বলা হয় বস্তু-দশা সত্তারূপ হয়। তাই বস্তু-দশার তিনটি রূপকে সত্তাতত্ত্বের ধাপ হিসেবে বিবেচনা করা হয়।