হাইড্রোকার্বন
হাইড্রোজেন এবং কার্বন নিয়ে গঠিত জৈব-যৌগ।
ঊর্ধ্বক্রমবাচকতা
{গ্যাস |
জৈব-যৌগ |
রাসায়নিক যৌগ |
বস্তু |
দৈহিক সত্তা |
সত্তা |
ইংরেজি:
hydrocarbon
ব্যাখ্যা:
হাইড্রোকার্বন জৈব রসায়নের ভিত্তি।
এই উপাদানটি তৈরি হয়
হাইড্রোজেন ও
কার্বনের
সমন্বয়ে। এই কারণে, হাইড্রোজেন ও কার্বন দিয়ে গঠিত দ্বিমৌল
জৈব যৌগকে
রসায়নবিদ্যার ভাষায় হাইড্রোকার্বন বলা হয়। যেমন
মিথেন
(CH4),
ইথেন
(CH3−CH3),
প্রোপেন
(C3H8),
বেনজিন
(C6H6)
ইত্যাদি।
কার্বন-বন্ধনীর দ্বারা
হাইড্রোজেন
বা প্রতিস্থাপিত অন্য মৌল বা যৌগমূলক আবদ্ধ হওয়ার সূত্রে এক ধরনের শিকল
(chain)
সৃষ্টি
হয়। এই শিকলের প্রকৃতি অনুসারে হাইড্রোকার্বনকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়। ভাগ
দুটো হলো-
- এ্যালিফ্যাটিক
- এ্যারোমেটিক