জৈব-যৌগ
কার্বন এবং অন্য মৌলিক পদার্থ বা একটি মূলকের যে কোনো যৌগ।
ঊর্ধ্বক্রমবাচকতা {| জৈবযৌগ | রাসায়নিক যৌগ | বস্তু | দৈহিক সত্তা | সত্তা |
ইংরেজি:
organic compound
ব্যাখ্যা: প্রকৃতিতে নানা ধরনের বস্তু রয়েছে। এগুলো মৌলিক, যৌগিক বা মিশ্র দশায় থাকে। এদের ভিতরে যৌগিক পদার্থ তৈরি হয়, একাধিক মৌলিক পদার্থের রাসায়নিক বিক্রিয়ার দ্বারা। প্রকৃতিতে ছড়িয়ে থাকা অসংখ্য রাসায়নিক যৌগের একটি শ্রেণি হলো জৈব-যৌগ। কার্বন-কেন্দ্রিক মৌলিক পদার্থ বা মূলকের সাথে যুক্ত হয়ে তৈরি হয়, জৈব-যৌগ। যেমন-