রাসায়নিক যৌগ
ওজন ও সুনির্দিষ্ট সমানুপাত অনুসারে, দুই বা ততোধিক মৌলিক পদার্থ বা
উপাদানসমূহের সমন্বয়ে সৃষ্ট পদার্থ।
ঊর্ধ্বক্রমবাচকতা
{রাসায়নিক যৌগ |
বস্তু|
দৈহিক সত্তা|
সত্তা|}
ইংরেজি:
compound, chemical compound
ব্যাখ্যা: বস্তু জগতের যা কিছু আছে, তার সবই মৌলিক বা যৌগিক বা মিশ্র পদার্থ। এর ভিতরে যৌগিক পদার্থ
তৈরি হয়, দুই বা ততোধিক মৌলিক পদার্থ পরস্পরের সাথে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে।
যেমন ‒
পানি
(H20)।
বিজ্ঞানীরা রাসায়নিক যৌগকে নানাভাবে শ্রেণিকরণ করেছেন। যেমন-
- দ্বি-যৌগ: যে সকল
রাসায়নিক পদার্থ দুটি মৌলিক পদার্থ দিয়ে গঠিত হয়েছে।
যেমন
‒
পানি
(H20
)
-
জৈব-যৌগ
(organic compound):
কার্বন এবং অন্য মৌলিক পদার্থ বা একটি মূলকের যে কোনো যৌগ।
- পলিমার
(polymer)
: সাধারণ কোনো যৌগিক অণুর ক্রমিক
সংযুক্তির দ্বারা সৃষ্ট দীর্ঘ শৃঙ্খলিত যৌগিক অণু বিশেষ।