রাসায়নিক যৌগ
ওজন ও সুনির্দিষ্ট সমানুপাত অনুসারে, দুই বা ততোধিক মৌলিক পদার্থ বা উপাদানসমূহের সমন্বয়ে সৃষ্ট পদার্থ।
ঊর্ধ্বক্রমবাচকতা {রাসায়নিক যৌগ | বস্তু| দৈহিক সত্তা| সত্তা|}
ইংরেজি:
compound, chemical compound

ব্যাখ্যা: বস্তু জগতের যা কিছু আছে, তার সবই মৌলিক বা যৌগিক বা মিশ্র পদার্থ। এর ভিতরে যৌগিক পদার্থ তৈরি হয়, দুই বা ততোধিক মৌলিক পদার্থ পরস্পরের সাথে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে। যেমন পানি (H20)। বিজ্ঞানীরা রাসায়নিক যৌগকে নানাভাবে শ্রেণিকরণ করেছেন। যেমন-