একক-অংশ
কোনো বৃহৎ সত্তার অংশ, যা একক অংশ হিসেবে ওই অংশের সাথে যুক্ত থাকে।
ঊর্ধ্বক্রমবাচকতা  {একক অংশ | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা | }
ইংরেজি:
whole, unit

ব্যাখ্যা: বস্তুজগতের যে সকল একক অংশ, অন্যকোনো বড় বস্তুসত্তার যুক্ত থাকে। যেমন একটি গাড়ির আলোক-প্রদায়ী অংশকে 'লাইট' বলা হয়। গাড়ি একটি বৃহৎ সত্তা। এর একটি একক-অংশ হলো 'লাইট'। এই একক-অংশ হতে পারে মনুষ্যনির্মিত বা প্রাকৃতিক। এই বিচারে একক-অংশকে ভাগ করা হয়।