প্রাকৃতিক লক্ষ্যবস্তু
প্রাকৃতিক নিয়মে সৃষ্ট লক্ষ্যবস্তু; যা মনুষ্য নির্মিত নয়।
ঊর্ধ্বক্রমবাচকতা
{| প্রাকৃতিক লক্ষ্যবস্তু |
এককঅংশ |
দৈহিক-লক্ষ্যবস্তু |
দৈহিক সত্তা |
সত্তা | }
ইংরেজি:
Natural object
ব্যাখ্যা:
মানুষের সৃষ্টি নয় এমন যে কোনো বস্তুই প্রাকৃতিক। ব্স্তু জগতে প্রাকৃতিক
লক্ষ্যবস্তু নানা ধরণের হতে পারে। যেমন
(plant part, plant structure)
কোনো উদ্ভিদের কোনো বিশেষ অংশ।
মহাকাশীয় বস্তু
(Celestial body):
মহাকাশে অবস্থিত প্রাকৃতিক লক্ষ্যবস্তুসমূহ।
দেহ (body, organic structure, physical structure):
কোন জীবের সমগ্র গাঠনিক দশা। বিশেষ করে প্রাণীদের ক্ষেত্রে দেহ বা শরীর হিসেবে
বিবেচিত হয়।