মহাকাশীয় বস্তু
মহাকাশে অবস্থিত প্রাকৃতিক লক্ষ্যবস্তুসমূহ।
ঊর্ধ্বক্রমবাচকতা{|
মহাকাশীয় বস্তু |
প্রাকৃতিক লক্ষ্যবস্তু|
এককঅংশ|
দৈহিক-লক্ষ্যবস্তু|
দৈহিক সত্তা|
সত্তা|}
ইংরেজি:
Celestial body
ব্যাখ্যা:
মহাকাশে নানা ধরণের মহাকাশীয় বস্তু রয়েছে। এ সকল বস্তুর বৈশিষ্ট্য বিচার করে নানা ভাগে ভাগ করা হয়েছে।
(Satellite):
যে কোনো মহাকাশীয় বস্তু, যা কোনো নক্ষত্রকে কেন্দ্র করে আবর্তিত হয়।
গ্রহ
(planet):
ধূমকেতু ছাড়া যে কোনো মহাকাশীয় বস্তু, যা কোনো নক্ষত্রকে কেন্দ্র করে আবর্তিত হয়।নক্ষত্র
(star):
অভ্যন্তরীণ তাপীয়-নিউক্লিয়ার বিক্রিয়ার দ্বারা শক্তি বিকীরণ
করে, এমন উত্তপ্ত গ্যাসীয় মহাকাশীয় বস্তু।
নক্ষত্রমণ্ডল
constellation):
পৃথিবী থেকে দৃষ্ট নক্ষত্রসমূহের সমন্বিত বিন্যাস।