গ্রহ
ধূমকেতু ছাড়া যে কোনো মহাকাশীয় বস্তু, যা কোনো নক্ষত্রকে কেন্দ্র করে আবর্তিত হয়।
ঊর্ধ্বক্রমবাচকতা {|
গ্রহ
|
মহাকাশীয় বস্তু |
প্রাকৃতিক লক্ষ্যবস্তু|
এককঅংশ|
দৈহিক-লক্ষ্যবস্তু|
দৈহিক সত্তা|
সত্তা|}
ইংরেজি: planet
ব্যাখ্যা: মহাকাশে
নক্ষত্রকে কেন্দ্র করে আবর্তিত
হয় ধূমকেতু ও গ্রহ। সূর্যের যেমন গ্রহ আছে, তেমনি মহাকাশের অনেক নক্ষত্রের গ্রহ
আছে। এই বিচারে গ্রহের বিচার করলে, বর্তমান সময়ে প্রচুর নাক্ষত্রিক গ্রহের তথ্য
নেই। নিচে নক্ষত্রে বিচারে গ্রহের পরিচয় তুলে ধরা হলো
(major planet, solar planet
সূর্যকে আবর্তনকারী এবং সূর্যের প্রতিফলিত আলো দ্বারা উজ্জ্বলকৃত সৌরজগতের নয়টি বৃহৎ মহাকাশীয় লক্ষ্যবস্তুর যে কোন একটি; বুধ, শুক্র,
পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন এবং প্লুটো।