সৌরগ্রহ
সূর্যকে আবর্তনকারী এবং সূর্যের প্রতিফলিত আলো দ্বারা উজ্জ্বলকৃত সৌরজগতের নয়টি বৃহৎ মহাকাশীয় লক্ষ্যবস্তুর যে কোন একটি; বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন এবং প্লুটো।
ঊর্ধ্বক্রমবাচকতা
{সৌরগ্রহ |
গ্রহ |
|
মহাকাশীয় বস্তু |
প্রাকৃতিক লক্ষ্যবস্তু|
এককঅংশ|
দৈহিক-লক্ষ্যবস্তু|
দৈহিক সত্তা|
সত্তা|}
ইংরেজি: planet
ব্যাখ্যা: সৌরজগতের
গ্রহগুলোর বৈশিষ্ট্য ও অবস্থান অনুসারে কয়েকটি ভাগে ভাগ করা হয়। যেমন
(inferior planet):
পৃথিবীর কক্ষপথের ভিতরে পরিক্রমণরত গ্রহগুলির যে কোন একটি। এই তালিকায় রয়েছে- বুধ ও শুক্র গ্রহ।
গ্যাসীয় দানবগ্রহ
(Jovian planet, gas giant):
অন্তর্গ্রহের বাইরের দিকের- পৃথিবীর চেয়ে বড়, বৃহৎ গ্যাসীয় (বৃহস্পতির মতো) গ্রহসমূহের যে কোনটি।
বহির্গ্রহ
(outer planet):
যেকোন সৌরগ্রহ, যার কক্ষপথ গ্রহাণু-বলয়ের বাইরে (যেমন- বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো)
পৃথিবীসদৃশ গ্রহ
(terrestrial planet):
পৃথিবী এবং পৃথিবীর মতো
জমাট পাথুরে উপরিতল বিশিষ্ট চারটি সৌরগ্রহের যে কোনো একটি।