অন্তর্গ্রহ
ধূমকেতু ছাড়া যে কোনো মহাকাশীয় বস্তু, যা কোনো নক্ষত্রকে কেন্দ্র করে আবর্তিত হয়।
ঊর্ধ্বক্রমবাচকতা {
ন্তর্গ্রহ |  সৌরগ্রহ  | গ্রহ | মহাকাশীয় বস্তু | প্রাকৃতিক লক্ষ্যবস্তু | এককঅংশ  | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
ইংরেজি:
planet

ব্যাখ্যা: মহাকাশে নক্ষত্রকে কেন্দ্র করে আবর্তিত হয় ধূমকেতু ও গ্রহ। সূর্যের যেমন গ্রহ আছে, তেমনি মহাকাশের অনেক নক্ষত্রের গ্রহ আছে। এই বিচারে গ্রহের বিচার করলে, বর্তমান সময়ে প্রচুর নাক্ষত্রিক গ্রহের তথ্য নেই। নিচে নক্ষত্রে বিচারে গ্রহের পরিচয় তুলে ধরা হলো