মনুষ্যসৃষ্টি
একক-সত্তা হিসেবে মনুষ্য নির্মিত কোনো বস্তু।
ঊর্ধ্বক্রমবাচকতা  {মনুষ্য-সৃষ্টি | এককঅংশ | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা | }
ইংরেজি:
artifact, artefact

ব্যাখ্যা: বস্তুজগতের মানুষের সৃষ্টি কোনো সমগ্র সত্তা। মানুষ নানা ধরনের প্রাকৃতিক বস্তু দিয়ে, নানা ধরনের সত্তা সৃষ্টি করে। সৃষ্টবস্তুর প্রকৃতি অনুসারে এগুলোকে নানাভাবে ভাগ করা হয়েছে। যেমন‒