আবরক
কোনো কিছুকে আবৃত করার জন্য সৃষ্ট উপকরণ।
ঊর্ধ্বক্রমবাচকতা
{আবরক ।
মনুষ্য-সৃষ্টি |
এককঅংশ |
দৈহিক-লক্ষ্যবস্তু |
দৈহিক সত্তা |
সত্তা |
}
ইংরেজি: covering
ব্যাখ্যা: মানুষ বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন ভাবে আবরক ব্যবহার করে। যেমন-
(protective covering, protective cover, protection):
কোনো কিছু ক্ষতিগ্রস্থ হওয়া থেকে রক্ষা করার জন্য ব্যবহৃত আবরক।
পরিচ্ছদ
(article of clothing, vesture, wear, wearable, habiliment)।
মানুষের শরীরের মাপে সৃষ্ট আবরক
পদাবরক
(footwear, footgear)
ব্যক্তির পদযুগলে ব্যবহৃত আবরক সামগ্রী।