পদাবরক
ব্যক্তির পদযুগলে ব্যবহৃত আবরক সামগ্রী।
ঊর্ধ্বক্রমবাচকতা
{ পদাবরক ।
আবরক ।
মনুষ্য-সৃষ্টি |
এককঅংশ |
দৈহিক-লক্ষ্যবস্তু |
দৈহিক সত্তা |
সত্তা |
}
ইংরেজি: footwear, footgear
ব্যাখ্যা: মানুষের পায়ে নানা ধরনের আবরক ব্যবহার করে। যেমন-
(shoe):
যা পায়ের
পাতার উপর-নিচ, গোড়ালিকে আবরিত করে।