অলঙ্করণ
সৌন্দর্যবর্ধনের জন্য যা ব্যবহৃত হয়।
ঊর্ধ্বক্রমবাচকতা
{ অলঙ্করণ |
মনুষ্য-সৃষ্টি |
এককঅংশ |
দৈহিক-লক্ষ্যবস্তু |
দৈহিক সত্তা |
সত্তা |
}
ইংরেজি:
decoration, ornament, ornamentation
ব্যাখ্যা:
স্বাভাবিক সৌন্দর্যকে অধিকতর নান্দনিক রূপের প্রকাশ-করণ।
এর মধ্য দিয়ে মূলত সৌন্দর্যের বিস্তার ঘটে। যেমন-
- কারুকাজ
(design, pattern, figure
):
কোনো কিছুর শোভাবর্ধক বা শৈল্পিক কাজ।
-
শোভা
(adornment):স্বাভাবিক সৌন্দর্যকে
অধিকতরে নান্দনিক রূপ দেওয়ার জন্য রঙ বা অন্য উপকরণে দ্বারা অলঙ্করণ।