নির্মাণ কাঠামো
বসবাস বা প্রয়োজনী সামগ্রী সংরক্ষণের উপযোগী গৃহসমন্বিত নির্মাণ কাঠামো।
ঊর্ধ্বক্রমবাচকতা
{|
নির্মাণ-কাঠামো |
মনুষ্য-সৃষ্টি |
এককঅংশ |
দৈহিক-লক্ষ্যবস্তু |
দৈহিক সত্তা |
সত্তা |
}
ইংরেজি:
structure, construction
ব্যাখ্যা:
মানুষ নানা ধরনের সামগ্রী তৈরি করে। এর ভিতরে একটি বিশেষ ধরনের সৃজনশীল কাজ হলো
স্থাপত্যকর্ম। বৃহৎ কোনো স্থাপত্য কর্ম গড়ে উঠে ছোটো ছোটো স্থাপত্যকর্মের
সমন্বয়ে। এর ভিতরে থাকে ভিত্তি, উপরি-কাঠামো, বহির্বর্তনইত্যাদি।
projection:
কেন্দ্রীয় ভারধারণ সমর্থিত অংশ থেকে বর্ধিত যে কোন নির্মাণ-কাঠামো।
গৃহসংস্থান
(housing, lodging, living accommodations):
বসবাস বা প্রয়োজনী সামগ্রী সংরক্ষণের উপযোগী গৃহসমন্বিত নির্মাণ কাঠামো।
গৃহস্থান
(area):
কোনো সুনির্দিষ্ট কাজে ব্যবহারের নির্মাণ কাঠামোতে জন্য সৃষ্ট বা নির্ধারিত স্থান।
সংস্থাপন
(establishment):
সরাকারি বা
বেসরকারি বাণিজ্যিক, প্রশাসনিক, শিক্ষা ইত্যাদির কার্যক্রম পরিচালনার জন্য
স্থাপিত সংস্থাপন। এর জন্য স্থাপিত গৃহাদি, প্রয়োজনীয় সরঞ্জাম, আবাসিক বা
বাণিজ্যিক পরিকাঠামো ইত্যাদি সবই সংস্থাপনের অংশ।
ভবন
( building, edifice):
স্থায়ীভাবে নির্মিত
এমন কোনো নির্মাণ কাঠামো, যার ছাদ ও দেওয়াল আছে।