নির্মাণ কাঠামো
বসবাস বা প্রয়োজনী সামগ্রী সংরক্ষণের উপযোগী গৃহসমন্বিত নির্মাণ কাঠামো।
ঊর্ধ্বক্রমবাচকতা {| নির্মাণ-কাঠামো | মনুষ্য-সৃষ্টি | এককঅংশ | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা | }
ইংরেজি:
structure, construction

ব্যাখ্যা: মানুষ নানা ধরনের সামগ্রী তৈরি করে। এর ভিতরে একটি বিশেষ ধরনের সৃজনশীল কাজ হলো স্থাপত্যকর্ম। বৃহৎ কোনো স্থাপত্য কর্ম গড়ে উঠে ছোটো ছোটো স্থাপত্যকর্মের সমন্বয়ে। এর ভিতরে থাকে ভিত্তি, উপরি-কাঠামো, বহির্বর্তনইত্যাদি।