সংস্থাপন
সরাকারি বা বেসরকারি বাণিজ্যিক, প্রশাসনিক, শিক্ষা ইত্যাদির কার্যক্রম পরিচালনার জন্য স্থাপিত সংস্থাপন। এর জন্য স্থাপিত গৃহাদি, প্রয়োজনীয় সরঞ্জাম, আবাসিক বা বাণিজ্যিক পরিকাঠামো ইত্যাদি সবই সংস্থাপনের অংশ।
ঊর্ধ্বক্রমবাচকতা {সংস্থাপন | নির্মাণ কাঠামো | মনুষ্য-সৃষ্টি | এককঅংশ | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা | }
ইংরেজি:
establishment
ব্যাখ্যা: সংস্থাপন নানা ধরনের হতে পারে। যেমন-