গৃহস্থান
কোনো সুনির্দিষ্ট কাজে ব্যবহারের নির্মাণ কাঠামোতে জন্য সৃষ্ট বা নির্ধারিত স্থান।
ঊর্ধ্বক্রমবাচকতা {গৃহস্থান | নির্মাণ কাঠামো | মনুষ্য-সৃষ্টি | এককঅংশ | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা | }
ইংরেজি:
area

ব্যাখ্যা: মানুষ নির্মাণ কাঠামোর পরিকল্পনায় কিছু স্থানকে সুনির্দিষ্ট করে নেয়। যেমন একটি ঘরের ভিতরেই থাকতে পারে কক্ষ হিসেবে পড়ার ঘর, রান্না ঘর ইত্যাদি।