বহির্বর্তন কাঠামো
কেন্দ্রীয় ভারধারণ সমর্থিত অংশ থেকে বর্ধিত যে কোন নির্মাণ-কাঠামো।
ঊর্ধ্বক্রমবাচকতা { বহিবর্তন কাঠামো | নির্মাণ কাঠামো | মনুষ্য-সৃষ্টি | এককঅংশ | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
ইংরেজি: projection

ব্যাখ্যা: স্থাপত্যকৌশলে মূল নির্মাণ কাঠামোর বাইরের দিকে যুক্ত যে কোনো অংশই বহিবর্তন কাঠামো। এই বাইরের অংশটুকুর ভার কোনো স্তম্ভের সাহায্যে রাখা যেতে পারে বা ঝুলিয়ে রাখা যেতে পারে।