গৃহসংস্থান
বসবাস বা প্রয়োজনী সামগ্রী সংরক্ষণের উপযোগী গৃহসমন্বিত নির্মাণ কাঠামো।
ঊর্ধ্বক্রমবাচকতা
{ গৃহসংস্থান |
নির্মাণ কাঠামো |
মনুষ্য-সৃষ্টি |
এককঅংশ |
দৈহিক-লক্ষ্যবস্তু |
দৈহিক সত্তা |
সত্তা |
}
ইংরেজি: housing, lodging, living accommodations
।
ব্যাখ্যা:
মানুষ নানা প্রয়োজনে গৃহসংস্থানের ব্যবস্থা করে।
(dwelling, home, domicile, abode, habitation,
dwelling house ):
মানুষের বসবাস করে বা করতে পারে এমন গৃহসংস্থান।