ভবন
স্থায়ীভাবে নির্মিত এমন কোনো নির্মাণ কাঠামো, যার ছাদ ও দেওয়াল আছে।
ঊর্ধ্বক্রমবাচকতা {ভবন | নির্মাণ কাঠামো | মনুষ্য-সৃষ্টি | এককঅংশ | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা | }
ইংরেজি:
building, edifice
ব্যাখ্যা: ভবন নানা ধরনের হতে পারে। যেমন-