কায়া
এমন একটি স্বতন্ত্র ত্রিমাত্রিক স্বত্তা, যাদের
ভর আছে এবং যাদেরকে অন্যবস্তু থেকে পৃথকভাবে শনাক্ত করা যায়।
ঊর্ধ্বক্রমবাচকতা
{কায়া।
এককঅংশ |
দৈহিক-লক্ষ্যবস্তু |
দৈহিক সত্তা |
সত্তা |
}
ইংরেজি: body
ব্যাখ্যা: সাধারণভাবে যে সকল সত্তার ওজন আছে, জায়গা
দখল করে, তার সবই 'দৈহিক সত্তা'র অংশ হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু
কায়া হলো, যে সকল বস্তুকে ত্রিমাত্রিক আকারের বিচারে পৃথক ভাবে চেনা যায়।
শনাক্ত করার বিচারে কায়াকে নানাভাবে ভাগ করা যায়।
particle,
subatomic particle
: এমন কিছু
কণা, যদের সসীম ভর রয়েছে, অভ্যন্তরীণ গাঠনিক রূপ আছে, কিন্তু সাধারণ
ত্রিমাত্রিক অবয়বের বিচারে এদের অগ্রাহ্য করা হয়ে থাকে।
প্রতীকী কায়া
(symbolic body)
: কোনো ত্রিমাত্রিক স্বতন্ত্র বস্তু, যা কোনো কিছুর
প্রতীক হিসেবে মান্য করা হয়।