অতি-পারমাণবিক কণা
এমন কিছু কণা, যদের সসীম ভর রয়েছে, অভ্যন্তরীণ গাঠনিক রূপ আছে, কিন্তু সাধারণ ত্রিমাত্রিক অবয়বের বিচারে এদের অগ্রাহ্য করা হয়ে থাকে।
ঊর্ধ্বক্রমবাচকতা  {অতি-পারমাণবিক কণা| কায়াএককঅংশ | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা | }
ইংরেজি:
particle, subatomic particle

ব্যাখ্যা: মূলত পরমাণুর গাঠনিক উপাদন ইলেক্ট্রন, প্রোটন ইত্যাদি যে সকল কণা দিয়ে গঠিত, তাদেরকে অতিপারমাণবিক কণা বলা হয়। এই সকল কণার অতি নগণ্য ভর আছে। আমাদের পার্থিব ত্রিমাত্রিক জগতে এরা এতই অল্প জায়গা দখল করে, যে জায়গাকে আমলে নেওয়া হয় না।