মৌলিক কণা
পরমাণুর গাঠনিক উপকরণ হিসেবে যে সকল অতি-পারমাণবিক কণা থাকে, তাদের ভিতরে যে
সকল কণাকে মৌলিক কণা হিসেবে বিবেচনা করা হয়।
ঊর্ধ্বক্রমবাচকতা
{মৌলিক কণা
|
অতি-পারমাণবিক কণা ।
কায়া ।
এককঅংশ |
দৈহিক-লক্ষ্যবস্তু |
দৈহিক সত্তা |
সত্তা |
}
ইংরেজি:
elementary
particle, fundamental particle
ব্যাখ্যা: পরমাণুর অতিপারমাণবিক
কণার ভিতরে যেসকল কণাকে মৌলিক কণা হিসেবে বিবেচনা করা হয়। একাধিক মৌলিক কণা
নিয়ে যে কণাগুলো তৈরি হয়, তাদেরকে হ্যাড্রোন বলা হয়। এছাড়া মূল
কণার বিপরীত ধর্মী কণা রয়েছে। যাদরকে বলা হয় প্রতিকণা। এই সকল বিচারে মৌলিক কণার
শ্রেণিকরণ করা হয়।
hadron
):
কোন একাধিক মৌলিক কণা
যখন একত্রিত হয়ে একটি বিশেষ কণা তৈরি করে, তখন তাকে হ্যাড্রোন বলা হয়।
প্রতিকণা
(antiparticle):
এমন এক ধরনের কণা, যাদের ভর এবং অন্যান্য ধর্ম কোনো মূল কণার অনুরূপ।