হ্যাড্রোন
কোন একাধিক মৌলিক কণা যখন একত্রিত হয়ে একটি বিশেষ কণা তৈরি করে, তখন তাকে হ্যাড্রোন বলা হয়।
ঊর্ধ্বক্রমবাচকতা {
্যাড্রোন | মৌলিক কণা | অতি-পারমাণবিক কণা |  কায়া | এককঅংশ | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
ইংরেজি: hadron

ব্যাখ্যা: অতিপারমণিবক স্তরে একাধিক মৌলিক একত্রিত হয়ে হ্যাড্রোন তৈরি হয়। গঠন-প্রকৃতি অনুসারে হ্যাড্রওনকে দুটি ভাগে ভাগ করা হয়। এই ভাগ দুটি হলো ব্যারিয়ন মেসোন