মেসোন
বানান বিশ্লেষণ: ম্+এ+স্+ও+ন্+অ
উচ্চারণ:
[মে.সন্]
[meson]
শব্দ-উৎস:
ইংরেজি
Meson>বাংলা
মেসোন।
পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{ |
হ্যাড্রোন |
মৌলিক কণা
|
অতি-পারমাণবিক কণা |
কায়া
|
এককঅংশ
|
দৈহিক-লক্ষ্যবস্তু
|
দৈহিক
সত্তা
|
সত্তা
|}
অর্থ:
অতিপারমাণবিক কণা
কণার অন্তর্গত মৌলিক কণা বিশেষ।
কোয়ার্কসমূহ
সবল নিউক্লিয়ার বলের দ্বারা আবদ্ধ হয়ে এই কণা তৈরি হয়। একাধিক কোয়ার্ক
দিয়ে তৈরি হয়
হ্যাড্রোন নামক বৃহৎ কণা।
এই কণা
দুটি ভাগে ভাগ করা যায়। এই ভাগ
দুটি হলো−
সবল নিউক্লিয়ার বলের দ্বারা প্রোটন ও নিউট্রন তৈরি হওয়ার পর, এই বলের অতিরিক্ত অংশ বহন করে মেসন কণা। এবং এই অতিরক্তি বলের দ্বারা তৈরি হয় পরমাণুর নিউক্লিয়াস।