হ্যাড্রোন
বানান বিশ্লেষণ: হ্+য্+আ+ড্+র্+ও+ন্+অ
উচ্চারণ:
[হ্যা.ড্রোন্]
[ɦæ.ɖron]
শব্দ-উৎস:
গ্রিক
ἁδρός, hadrós
(ভারি বা ঘন)>ইংরেজি
Hadron>বাংলা হ্যাড্রোন।
পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{ |
মৌলিক কণা
|
অতি-পারমাণবিক কণা |
কায়া
|
এককঅংশ
|
দৈহিক-লক্ষ্যবস্তু
|
দৈহিক
সত্তা
|
সত্তা
|}
অর্থ:
অতিপারমাণবিক কণা
কণার অন্তর্গত মৌলিক কণা বিশেষ।
কোয়ার্কসমূহ
সবল নিউক্লিয়ার বলের দ্বারা আবদ্ধ হয়ে এই কণা তৈরি হয়।
বিগব্যাং-এর ১০-৬ থেকে ১ সেকেণ্ড এই সময় তাপমাত্রা ১০১২
কেলভিন থেকে
১০১০
কেলভিন-এ নেমে এসেছিল। ফলে কোয়ার্ক কণাগুলো থেকে সৃষ্টি হয়েছিল প্রচুর
হ্যাড্রোন কণা। শুরু দিকে
হ্যাড্রোন এবং প্রতি-হ্যাড্রোন কণা তৈরি হওয়ার সাথে সাথে পরস্পরের সংঘর্ষের
মাধ্যমে ধ্বংস হয়ে গিয়েছিল। কিন্তু দ্রুত তাপমাত্রা কমে যাওয়ার কারণে এই প্রক্রিয়া
বন্ধ হয়ে গিয়েছিল। এই কারণে এই সময়কে বলা হয়
হ্যাড্রোন অন্তঃযুগ (Hadron epoch)।
গঠনের বিচারে হ্যাড্রোনকে দুটি ভাগে ভাগ করা
হয়। এই ভাগ দুটি হলো−