সবল নিউক্লিয়ার বল
প্রোটন
ও
নিউট্রন
সৃষ্টি করার পরও এর প্রভাব প্রবলভাবে থেকে। এক্ষেত্রে
বিদ্যুৎ-চুম্বকীয় বলের
প্রভাবকে অবদমিত করে, এই বল পরমাণুর নিউক্লিয়াস তৈরি করে। উল্লেখ্য অতিরিক্ত এই
বলের বাহন হয় তখন মেসন কণা।
১৯৩২ খ্রিষ্টাব্দে ব্রিটিশ পদার্থ বিজ্ঞানী
জেমস ক্যাডউইক (James
Chadwick) প্রথম পরমাণুর
নিউক্লিয়াস আবিষ্কার করেন। এই আবিষ্কারের কিছুদিন পর, হাঙ্গেরিয়ান-মার্কিন পদার্থ
বিজ্ঞানী উইগনার (Eugene
Wigner)
বলেন যে, পরমাণুর নিউক্লায়াসের উপাদানগুলো
বিদ্যুৎচুম্বকীয় বল দ্বারা আবদ্ধ থাকতে পারে না। এই উপাদানগুলো আবদ্ধ রাখে পৃথক
ধরনের বল।