মহাকর্ষীয় বল
পদ:
বিশেষ্য
ঊর্ধবক্রমবাচকতা
{
অতি-পারমাণবিক কণা |
কায়া |
এককঅংশ |
দৈহিক-লক্ষ্যবস্তু |
দৈহিক সত্তা |
সত্তা |}
ইংরেজি:
photon
অর্থ:
প্রকৃতিতে
বিরাজমান চারটি মৌলিক বলের ভিতরে মহাকর্ষয়ী বল একটি। বস্তুর ভরের
মৌলিক
মিথস্ক্রিয়ায় এই বলের সৃষ্টি হয়।
আকর্ষণ ক্ষমতার বিচারে চারটি বলের ভিতরে
এটি সবচেয়ে দুর্বল।
বিগব্যাং-এর ১০-৪৩ সেকেন্ড সময়ের ভিতরে
চারটি
প্রাকৃতিক বলের সমন্বয় ঘটেছিল।
এই বলগুলো হলো−
সবল নিউক্লীয় বল, দুর্বল নিউক্লীয় বল, বিদ্যুৎ-চুম্বকীয় বল ও মহাকর্ষীয় বল।
সবগুলো মিলে একটি অতি বৃহৎ বলের সৃষ্টি করেছিল।
১০-৪৩
থেকে
১০-৩৬
সেকেণ্ডের ভুতরে
সবল নিউক্লীয় বল, দুর্বল
নিউক্লীয় বল এবং বিদ্যুৎ-চুম্বকীয় বল মিলিত হয়ে ইলেক্ট্রো-নিউক্লিয়ার বল সৃষ্টি
করে।এই সময় মহাকর্ষীয় বল পৃথক হয়ে গিয়েছিল।