মৌলিক মিথস্ক্রিয়া
ঊর্ধ্বক্রমবাচকতা
{
ভৌত প্রপঞ্চ |
প্রাকৃতিক
প্রপঞ্চ
| প্রপঞ্চ
|
দৈহিক প্রক্রিয়া
|
দৈহিক সত্তা |
সত্তা
|}
ইংরেজি:
interaction,
fundamental interaction।
সকল জড় পদার্থ কিছু ক্ষুদ্র স্তরে মৌলিক কণা দিয়ে তৈরি হয়। এই সকল মৌলিক কণাসমূহের
ভিতর যে সকল বল বা বলসমূহ ক্রিয়া করে, তাকেই বলা হয় মৌলিক মিথস্ক্রিয়া। আধুনিক
পদার্থ বিজ্ঞানে চার ধরণের মিথস্ক্রিয়ার কথা স্বীকার করা হয়। এগুলো হলো−