দুর্বল নিউক্লিয়ার বল
ইংরেজি: Weak nuclear Force
পদ: বিশেষ্য

অর্থ:
চারটি প্রাকৃতিক বলের মধ্যে একটি বিশেষ বল। ১৯৩৩  খ্রিষ্টাব্দে এনরিকো ফার্মি সর্বপ্রথম দুর্বল নিউক্লিয় বলের কথা বলেন। এই বিষয়ে তাঁর ব্যাখ্যাকে 'ফার্মির মিথস্ক্রিয়া' নামে অভিহিত করেন। এর আকর্ষণ ক্ষমতা বজায় থাকে ১০-১৮ মিটারের ভিতরে। এর বাহন কণা হলো-
W+, W- Z0 বোসন কণা। উল্লেখ্য এসব কণার নিজস্ব ভর আছে। তবে  Z0 কণআর ভর বেশি। এদের ভিতরে W+ কণা ধনাত্মক আধান, W- কণা ঋণাত্মক আধান এবং Z0 কণা আধান নিরপেক্ষ হয়ে থাকে।

এই বলের ফলে তেজস্ক্রিয় বিকিরণ ঘটে। এই বলের প্রভাবেই তেজস্ক্রিয় মৌলিক পদার্থগুলো সুস্থিত মৌলে পরিণত হয়। এই বলের কারণে তেজস্ক্রিয় পদার্থ আলফা, বিটা, গামা রশ্মি বিকিরণ করে। ১৯৬৮ খ্রিষ্টাব্দে শেল্ডন লি গ্ল্যাশো, আবদুস সালাম এবং স্টিভেন ভেইনবার্গ বলেন যে- বিদ্যুৎচৌম্বক বলেরই ভিন্নতর রূপ হলো- দুর্বল নিউক্লিয় বল।

এই বলের প্রভাবে এক ধরনের কোয়ার্ক অন্য ধরণের কোয়ার্ক-এ পরিণত হয়।